
সৌদি আরবের মদিনা শহরের একটি সোফা কারখানায় অগ্নিকা-ে ৬ জন বাংলাদেশী কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৪ টার দিকে মদিনা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই কারখানায় অগ্নিকা-ে মোট ৭ জন নিহত হয়। এর মধ্যে এর মধ্যে ৬ জন বাংলাশেী বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। তাদের ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সাম্বির পাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে মিজানুর রহমান, সাউথ সুকচারি গ্রামের সুলতান আহমেদের ছেলে আরাফাত হোসেন মানিক, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গতিভাঙ্গা গ্রামের জালাল আহমদের ছেলে ইসহাক মিয়া, একই গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল আজিজ এবং ডেম্বুনি পাড়া গ্রামের আবু গফুরের ছেলে রফিক উদ্দিন।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানায়, অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহগুলো বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। নিহতরা ক্ষতিপূরণ কিংবা ওয়ার্কম্যান কম্পেনসেশান পাবেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ২০ লাখেরও বেশি বাংলাদেশী সেখানে অবস্থান করছে।
উল্লেখ্য, প্রায় ৪ বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকা-ে ৪ বাংলাদেশির মৃত্যু হয়। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার আরেকটি কারখানায় অগ্নিকা-ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু হয়।